স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় ধর্মশালা স্টেডিয়ামে বিশ্বকাপের সপ্তম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। এর আগে ঐচ্ছিক অনুশীলনের দিনেও পুরো দল নিয়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন জস বাটলার। ইংলিশ অধিনায়ক মাঠে ঢুকেই দলের সঙ্গে গেছেন উইকেট দেখতে। যদিও গ্রাউন্ডস ম্যানরা উইকেট ঢেকে রাখায় তা আর দেখার সুযোগ হয়নি তাদের। তারপরও উইকেটের সামনে দাঁড়িয়েই ছোটখাটো একটা টিম মিটিং করতে দেখা গেল ইংলিশদের। বরাবর পেস সহায়ক উইকেটে বাংলাদেশের স্পিনাররা গেলো ম্যাচে কীভাবে সফল হলো, সেই প্রশ্নের উত্তর খোজার চেষ্টা করছিল ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের আসরেও অন্যতম ফেভারিট। কিন্তু প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হেরেছে বাটলারের দল। শিরোপা ধরে রাখতে পরের প্রতিটি ম্যাচই তাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এ দিকে মাঠে আসার কিছুক্ষণ পরই গা গরমের ফুটবলে মেতে উঠেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। গানের তালে তালে বেশ খানিকক্ষণ চলতে থাকে তাদের অনুশীলন। অনুশীলনে নির্ভার থাকার চেষ্টা করেছে পুরো দল।
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের অতীত স্মৃতি খুব একটা সুখকর নয়। ২০১১ ও ২০১৫ সালে টাইগারদের সামনে দাঁড়াতে পারেনি থ্রি লায়ন্সরা। ফলে বড় আসরে সব দলকেই সমূহ করতে হয় টাইগারদের। কয়েকমাস আগে বাংলাদেশের মাটি থেকে সিরিজ হারের স্মৃতিটাও হয়তো অনেকের মনেই তরতাজা। সেটার ফরম্যাট ওয়ানডে না হলেও সতর্ক থাকছে ইংল্যান্ড।
ধর্মশালায় পৌঁছে গণমাধ্যমে কথা বলেছেন ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টো। সেখানে বাংলাদেশে গণমাধ্যমের অনুমতি ছিল না। তবে ইংল্যান্ড থেকে আসা সাংবাদিকদের কাছ থেকে জানা গেছে, বাংলাদেশ দল নিয়ে বেশ সিরিয়াস জস বাটলাররা।
অবসর ভেঙে ওয়ানডে দলে ফিরে বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস। কিন্তু দুর্ভাগ্যই বলা যায়। কারণ, ইনজুরির জন্য এখন পর্যন্ত তিনি মাঠে নামতে পারেননি। বাংলাদেশের ম্যাচের আগে তাই ফিট হওয়ার প্রাণান্ত চেষ্টা করছেন তিনি। গেল বিশ্বকাপ ফাইনালে অতিমানবীয় ইনিংস খেলা এই অলরাউন্ডারের হয়তো বাংলাদেশের বিপক্ষের ম্যাচেও খেলা হচ্ছে না।
কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০০