আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় পরিচালিত হত দরিদ্রদের স্বল্প মূল্যে পুষ্টি চাল বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।উপজেলা খাদ্য বিভাগ আয়োজিত সোমবার (০২ অক্টোবর) সকাল ১১টায় মাদ্রাসা মোড় এলাকায় ডিলার জাবেদুল ইসলাম সানবীম এর গোডাউনে বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ)’র সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা খাদ্য কর্মকর্তা ঋষিকেশ দেব শর্মা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জাবেদুল ইসলাম সানবীম প্রমূখ বক্তব্য রাখেন। এর পরে অতিথিগণ সদর ইউনিয়নের এমপির মোড় এলাকায় ডিলার নজরুল ইসলামের গোডাউনসহ ৬টি গোডাউন পরিদর্শন করে ক্রেতাদের খোজ খবর নেয়। উক্ত কর্মসূচির আওতায় সুবিধাভোগিদের সুষ্টভাবে চাল বিতরণের পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ)।
কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২৩,/রাত ১০:২১