ডেস্ক নিউজ : শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অহংকারী সরকার কারও কথা শুনছে না, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। ক্ষমতাসীনদের আর কোনোভাবেই ক্ষমতায় থাকতে দেয়া যাবে না।
বিদেশে উন্নত চিকিৎসা না দিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলেও দাবি করেন বিএনপির মহাসচিব।
সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে কটাক্ষ করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তোলা সেলফি নিয়ে দূতাবাসে যান, ভিসা পাবেন।
কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৪