ডেস্ক নিউজ : শুক্রবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, আমাদের হুমকি-ধমকি দিয়ে লাভ নেই। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো স্যাংশন, ভিসা নীতির পরোয়া করে না। সংবিধান অনুযায়ী যথাসময়েই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, আওয়ামী লীগের আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেশের ভেতরে-বাইরের ষড়যন্ত্রকারীদের একটাই লক্ষ্য, শেখ হাসিনাকে নিঃশেষ করা। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে বিএনপি-জামায়াত দেশকে আরেকটা পাকিস্তান বানাতে চায়।
তিনি বলেন, আমরা মাঠে-ময়দানে থাকব। দেখি আমাদের নেত্রীকে তারা কিভাবে উৎখাত করে? আমরা লড়াই করবো, জনগণকে সঙ্গে নিয়ে আমরা বিএনপি-জামায়াতসহ সব অপশক্তির চক্রান্ত রুখে দেব।
কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৫