স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে সহানুভুতি প্রকাশ করে ফেসবুকে ষ্ট্যাটাস দেওয়ায় যশোরের মনিরামপুরে পরিবার পরিকল্পনা পরিদর্শক(এফপিআই) আঞ্জুমান আরা বেগমকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরিবার পরিকল্পনা যশোরের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদ ২৪ সেপ্টেম্বর এ বরখাস্তাদেশের অফিস আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার(অতিরিক্ত দায়িত্ব)ডা.চন্দ্র শেখর কুন্ডু। বরখাস্তের বিষয়টি গতকাল বুধবার এলাকায় জানাজানি হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার(অতিরিক্ত দায়িত্ব) ডা. চন্দ্র শেখর কুন্ডু জানান, দূর্বাডাঙ্গা ইউনিয়নের পদায়নকৃত পরিবার পরিকল্পনা পরিদর্শক(এফপিআই) আঞ্জুমান আরা বেগম জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে সহানুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে ষ্ট্যাটাস দেন। ফলে সরকারি চাকুরি বিধি পরিপন্থী অনুসারে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন তাকে অবহিত করেন।
এ ব্যাপারে ডা.চন্দ্র শেখর কুন্ডু সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তার নির্দেশনায় এফপিআই আঞ্জুমান আরা বেগমকে কারন দর্শানোর নোটিশ দেন। নোটিশের জবাবে আঞ্জুমান আরা বেগম দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে ষ্ট্যাটাস দেওয়ার সত্যতা স্বীকার করেন। পরবর্তীতে তার এই জবাবের কপিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ১৪ সেপ্টেম্বর প্রেরন করা হয় উপ-পরিচালকের কাছে। যশোরের উপ-পরিচালক কাজী ফারুক আহেমদ সরকারি চাকুরি বিধিমালা ২০১৮ এর উপবিধি ২ এবং বিধি ৩ এর অনুচ্ছেদ(খ) মোতাবেক আঞ্জুমান আরা বেগমকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করেন।
২৫ সেপ্টেম্বর বরখাস্তাদেশের কপি হাতে পেয়ে আঞ্জুমান আরা বেগম জানান, দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে আবেগআপ্লুত হয়ে সহানুভূতি জানিয়ে তিনি ফেসবুকে ষ্ট্যাটাস দেন এবং কয়েকদিন পর তার ভেরিফাইড পেজ থেকে রিমুভ করেন।
কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৪