আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে আপেল কিনতে গিয়ে বাবলু যাদব (৩৩) নামে এক ব্যবসায়ী অপহৃত হয়েছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের শিলিগুঁড়ি থেকে রাজধানীতে গিয়েছিলেন তিনি। সেখানেই অপহরণের শিকার হন। পরে প্রায় তিন লাখ রুপি মুক্তিপণ দিয়ে ছাড় পান। অভিযোগ উঠেছে, তার এক বন্ধু এই অপহরণের সঙ্গে জড়িত।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শিলিগুঁড়ি ফলের ব্যবসা রয়েছে বাবলুর। সস্তায় পাইকারি বাজার থেকে আপেল কিনতে দিল্লির আজাদপুর মান্ডির হোলসেল মার্কেটে যাওয়ার কথা ছিল তার। পরিকল্পনা অনুযায়ী বাগডোগরা বিমানবন্দর হয়ে দিল্লিতে যান তিনি। সেখানে তাকে নিয়ে যেতে গাড়ি পাঠিয়েছিলেন ‘বন্ধু’ অজয়। সেই গাড়িতে করেই দ্বারকা পৌঁছান বাবলু। সেখান থেকে তাকে একটি ফ্ল্যাটে নিয়ে যায় অজয়। অজয়ের এক বন্ধুও ছিল ঘটনাস্থলে।
পরদিন আরও চার সঙ্গীকে নিয়ে সেই ফ্ল্যাটে হাজির হয় অজয়। তারপর পাঁচজন মিলে বাবলুকে একটি গাড়িতে তুলে বাহাদুরগড়ের একটি ফাঁকা ফার্মে নিয়ে আটকে রাখে। এরপর তার কাছ থেকে মুক্তিপণ দাবি করে অভিযুক্তরা। প্রাণে বাঁচতে আত্মীয়-বন্ধুদের ফোন করে টাকা চাইতে শুরু করেন বাবলু। এভাবেই জোগাড় হয় দুই লাখ ৭০ হাজার রুপি।
টাকা পেয়ে বাবলুকে অভিযুক্তরা বাহাদুরগড় সিটি মেট্রো স্টেশনের কাছে রেখে যায়। একইসঙ্গে পুলিশে অভিযোগ না দিতে হুমকিও দেওয়া হয় তাকে। যদিও মুক্তি পেয়ে গত শুক্রবার দিল্লি বিমানবন্দর থানায় অজয়সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করেন বাবলু। সেই অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তবে বাবলুর বন্ধু অজয় ও আরও এক ব্যক্তি এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে। তাদের সন্ধানে তল্লাশি চলছে।
কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২৮