আন্তর্জাতিক ডেস্ক : রাজতন্ত্রের সংস্কার দাবি করার দায়ে থাইল্যান্ডের বিশিষ্ট রাজনৈতিক কর্মী ও আইনজীবী অ্যানন নাম্পাকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ব্যাংককের একটি আদালত এ দণ্ডাদেশ দেয়। এছাড়াও অভিযুক্তকে ২০ হাজার থাই মুদ্রা জরিমানা করা হয়েছে।
অ্যানন নাম্পার আইনজীবী বলেছেন, তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার পদত্যাগসহ একটি নতুন সংবিধানের দাবি জানান অ্যানন নাম্পা। সেদিন কয়েক হাজার তরুণ তার নেতৃত্বে সরকারি বাসভবনের দিকে এগিয়ে যায়। সেই বিক্ষোভ ছত্রভঙ্গ করতে বলপ্রয়োগ করে পুলিশ।
অ্যানন নাম্পা এর আগে সংবাদমাধ্যমকে বলেছিলেন, তিনি জানতেন নজিরবিহীন প্রতিবাদের কারণে তাকে গ্রেপ্তার করা হতে পারে। যেহেতু থাইল্যান্ডে রাজতন্ত্রের অবমাননার বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। আইনটি থাই রাজা মহা ভাজিরালংকর্ন ও তার পরিবারকে সমালোচনা থেকে রক্ষা করে।
কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২৪