আন্তর্জাতিক ডেস্ক : বুদাপেস্টের দানিউব নদীতে একটি ছোট ট্যুর বোটের সঙ্গে ক্রুজ শিপের সংঘর্ষের ঘটনায় জাহাজের ক্যাপ্টেনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ইউরি চ্যাপলিনস্কি একজন ইউক্রেনীয় ক্যাপ্টেন। তিনি দুর্ঘটনার দিন ভিকিন সিগিন ক্রুজ শিপ পরিচালনা করছিলেন।
বিবিসি জানিয়েছে, ২০১৯ সালের মে মাসে সেদিনের দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছিল। ট্যুর বোটটি দক্ষিণ কোরিয়ার পর্যটকদের বহন করছিল, যা দুর্ঘটনার কয়েক সেকেন্ডের মধ্যে ডুবে যায়। দণ্ডপ্রাপ্ত ইউরি চ্যাপলিনস্কি তার বিরুদ্ধে আনা দায়িত্বে অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে আশা করা হচ্ছে।
যদিও হাঙ্গেরির প্রসিকিউটররা ২০২০ সালের মার্চে আদালতে বলেছিলেন, ক্যাপ্টেন চ্যাপলিনস্কি সেদিন যথেষ্ট মনোযোগ দেননি। বিশেষ করে বৃষ্টির সময় কয়েক মিনিটের জন্য জাহাজ পরিচালনায় অবহেলা করেছেন। তারা অভিযোগ করেন, সেদিন ট্যুর বোটটির উপস্থিতি টের পাননি ক্যাপ্টেন। ফলে জরুরি শব্দ সংকেতও পাঠাননি।
কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১২