স্পোর্টস ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে চারবার বিপিএল শিরোপা জিতেছেন ইমরুল কায়েস। প্রথমবার মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে, সেবার ফাইনালে করেছিলেন হাফসেঞ্চুরি। এরপর তিন আসরে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন শিরোপা। ইমরুলের সঙ্গে কোচ সালাউদ্দিন ও কর্ণধার নাফিসা কামালের সম্পর্কটাও উষ্ণ। অথচ ধরে রাখা চার ক্রিকেটারের তালিকায় এবার ছিল না ইমরুলের নাম! তবে প্লেয়ার্স ড্রাফটে শেষ পর্যন্ত তাকেই দলে নিয়েছে কুমিল্লা।
ঢাকার একটি অভিজাত হোটেলে চলমান প্লেয়ার্স ড্রাফটের দেশি ক্রিকেটারদের তৃতীয় সেটে ডাকা হয়েছে তাকে। ইমরুলের নাম ঘোষণার আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকিকে বলতে শোনা গেছে, ‘এই কলটা আমাদের জন্য একটা গর্বের মুহূর্ত, কারণ আমরা আমাদের অধিনায়ককে ডাকছি। যিনি আমাদের দলে খেলছেন ২০১৫ সাল থেকে।’
এর আগে বিদেশ থেকে ফিরেছেন ইমরুল, দেশ রূপান্তরের সঙ্গে আলাপে বললেন, ‘আমাকে জানানো হয়েছে যে রিটেইন করা হবে না। ড্রাফট থেকে নেওয়া হবে। আমার সঙ্গে স্যারের (সালাউদ্দিন) কথাও হয়েছে। বলেছেন এবার এটাই স্ট্র্যাটেজি। আমিও মেনে নিয়েছি, আফটার অল এটাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।’
কুমিল্লার জয় উদযাপনে সৌরভ গাঙ্গুলির লর্ডসে জার্সি খোলার মতো করেই উৎসবে মেতেছিলেন ইমরুল। আশঙ্কা করা হয়েছিল আইপিএলে সৌরভ গাঙ্গুলির ভাগ্যই তাকে বরণ করতে হবে। কলকাতা নাইট রাইডার্স সেবার সব খেলোয়াড় ছেড়ে দিয়েছিল, ফ্র্যাঞ্চাইজি ‘দাদা’কে আশ্বাস দিয়েছিল নিলামে তুলে নেবে। কিন্তু নাম ঘোষণার পর কেউ সৌরভের জন্য হাত তোলেননি। কিন্তু কুমিল্লা কথা রেখেছে।
ইমরুল বছর পাঁচেক ধরেই জাতীয় দলে নেই। ক্যাটাগরি ‘বি’তে ৫০ লাখ টাকা মূল্যে আছেন ইমরুল। অর্থমন্ত্রীর কন্যা অর্থের কেমন ব্যবহার করেন, ড্রাফটের দিন হবে তার পরীক্ষাও।
কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৪৪