স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে নেহালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান নজমুছ সাদতের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকেলে নেহালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পাঁচাকড়ি স্কুল মাঠে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির হাজারো নেতাকর্মী সমর্থক অংশ নেন।
ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে এবং যুবদল নেতা আইয়ুব আলী সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, ফারুক হোসেন, খান শফিয়ার রহমান, নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক খলিলুর রহমান, মাষ্টার মতিয়ার রহমান, আলাউদ্দিন আহমেদ, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন, ফরহাদ হোসেন, মিজানুর রহমান, মাসুদ পারভেজ রুবেল, থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান প্রমুখ। পরে মাওলানা মাকসুদুর রহমানের পরিচালনায় প্রয়াত নজমুছ সাদতের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:১৬