স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শুরু হতে এক সপ্তাহ বাকি নেই। এর মধ্যে বেশ সমস্যায় পড়ে গেল পাকিস্তান ক্রিকেট দল। এখনও ভিসা পাননি বাবর আজমরা। তাই বিশ্বকাপের আগে দুবাই গিয়ে দলের বিশেষ প্রস্তুতি বাতিল করতে হয়েছে দলটিকে।
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, ভারতে ভ্রমণ করা ৯ দলের মধ্যে পাকিস্তানই একমাত্র দল, যারা এখনো ভিসার জন্য অপেক্ষা করছে।
পাকিস্তান দল তাদের ভিসা করতে দিয়েছিল এক সপ্তাহ আগে। আগের পরিকল্পনা অনুযায়ী, সোমবার দুবাই যাওয়ার কথা ছিল দলটির। সেখানে দুই দিন থাকার পর বুধবার হায়দরাবাদের বিমানে ওঠার কথা ছিল।
এখন ভিসা পেতে দেরি হওয়ায় তাদের (পাকিস্তান) দুবাইয়ে থাকার পরিকল্পনা বাধ্য হয়ে বাতিল করতে হয়। পিসিবির আশা, শিগগিরই তারা ভারতের ভিসা পেয়ে যাবে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে বিশ্বকাপ মাঠে গড়াবে ৫ অক্টোবর। পরদিন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করার কথা পাকিস্তানের।
এর আগে আগামী শুক্রবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান।
কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:১৪