এর আগে চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যান নাসিম শাহ। একই কারণে এই পেসারকে রাখা হয়নি বিশ্বকাপ দলেও। তার পরিবর্তে লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন হাসান আলী। আরেক পেসার হারিস রউফকে নিয়ে কিছুটা শঙ্কা ছিল। তবে সেটা কেটে গেছে। তিনি দলে আছেন।
ডেস্ক নিউজ : আজ আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ সদস্যের এই দলে রাখা হয়নি নাসিম শাহকে। বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপ কিছুটা হলেও পোড়াচ্ছে এই যুবা পেসারকে! দল ঘোষণার পরপরই তার ভক্তদের উদ্দ্যেশে একটি টুইট করেন তিনি।
এই পেসার সেখানে লিখেছেন, ‘দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের জানাচ্ছি, আমি এই দারুণ একটা দলের অংশ হতে পারিনি, যারা আমাদের দেশকে প্রতিনিধিত্ব করবে। আমি হতাশ হলেও এটা বিশ্বাস করি যে, সবকিছু আল্লাহর হাতে। দ্রুতই মাঠে ফিরব ইনশাআল্লাহ!’
এর আগে চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যান নাসিম শাহ। একই কারণে এই পেসারকে রাখা হয়নি বিশ্বকাপ দলেও। তার পরিবর্তে লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন হাসান আলী। আরেক পেসার হারিস রউফকে নিয়ে কিছুটা শঙ্কা ছিল। তবে সেটা কেটে গেছে। তিনি দলে আছেন।
কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:১৪