স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করল পাকিস্তান। চোটের কারণে শেষ পর্যন্ত নাসিম শাহর খেলা হচ্ছে না। তার জায়গায় হাসান আলি যাচ্ছেন ভারতে হতে যাওয়া আসরে। লেগ স্পিনার উসামা মিরকেও রাখা হয়েছে চূড়ান্ত দলে। উসামার ওয়ানডে অভিষেক হয় এ বছরের শুরুতে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। মাত্র আটটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে যাচ্ছেন তিনি। ছিলেন না এশিয়া কাপের স্কোয়াডেও। ফাহিম আশরাফের জায়গায় তিনি দলে ঢুকলেন।
হাসান অনেক দিন ধরেই পাকিস্তান দলের বাইরে। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি গত জানুয়ারিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে করাচি টেস্টে। আর সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের জুনে। হাসানসহ বিশ্বকাপে পাকিস্তানের পেস বোলিং আক্রমণে থাকছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়ার। স্পিন আক্রমণে উসামা যুক্ত হয়েছেন শাদাব খান ও মোহাম্মদ নওয়াজের সঙ্গে। রিজার্ভ হিসেবে থাকছেন মোহাম্মদ হারিস।
ব্যাটিং লাইনআপ অনুমিতই- ফখর জামান ও ইমাম উল হকের সঙ্গে তৃতীয় ওপেনার হিসেবে আবদুল্লাহ শফিক। এরপর বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদদের সঙ্গে মিডল অর্ডারে থাকছেন সৌদ শাকিল ও আগা সালমান। এশিয়া কাপে মোটেও প্রত্যাশা পূরণ করতে পারেনি পাকিস্তান। সুপার ফোর পর্ব শেষ করে তারা সবার তলানিতে থেকে। এ জন্য বিশ্বকাপ স্কোয়াড ঘোষণাতেও দেরি হলো তাদের। অবশ্য নাসিমের চোটের অবস্থা জানার জন্য অপেক্ষাও একটা কারণ।
আজ দল ঘোষণার সময় নাসিমের জন্য আক্ষেপই ঝরল পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম উল হকের কণ্ঠে, ‘নাসিম আমাদের প্রধান বোলার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চোটের কারণে ওকে পাওয়া যাচ্ছে না।’ইনজামাম জানান, হাসানকে দলে নেওয়ার কারণ তার অভিজ্ঞ। নাসিমের জায়গায় এ জন্যই তাকে বেছে নেওয়া, ‘পাকিস্তানের হয়ে বড় টুর্নামেন্টে ভালো করেছে সে। নাসিমের জায়গায় আমাদের এমন কাউকে দরকার ছিল, যে নতুন বলে বোলিং করতে পারবে। হাসান নতুন, পুরোনো দুই বলেই ভালো বোলিং করে। একই সঙ্গে টিম–ম্যানও। ওর উপস্থিতি দলকে শক্তি জোগাবে।’
হায়দরাবাদে আগামী ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান।
পাকিস্তানের বিশ্বকাপ দল
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান আলি আঘা, ওসামা মির, সৌদ শাকিল, হাসান আলি।
রিজার্ভ ক্রিকেটার
মোহাম্মদ হারিস, আবরার আহমাদ, জামান খান।
কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:০০