বিনোদন ডেস্ক : নৌকা করে পরিণীতিকে বিয়ে করতে আসবেন রাঘব! সেজে উঠছে উদয়পুরের লীলা প্যালেস আর তাজ লেক। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরেই আপ এমপির গলায় মালা দেবেন নায়িকা। জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডার। গত মে মাসেই ধুমধাম করে বাগদান সেরেছিলেন এ জুটি। এবার সারবেন ডেসটিনেশন ওয়েডিং।
বোন প্রিয়াঙ্কার মতোই বিয়ের ভেন্যু হিসেবে মরুভূমিতে ঘেরা রাজস্থানই পছন্দ পরিণীতির। রাজস্থানের উমেদ ভবনে বসেছিল প্রিয়াঙ্কা-নিকের বিয়ের রাজকীয় আসর। উদয়পুরের লীলা প্যালেসে অনুষ্ঠিত হবে তাদের বিয়ের বেশিভাগর অনুষ্ঠান। যদিও তাজ লেকে অনুষ্ঠিত হবে বিয়ের মূল অনুষ্ঠান।
এদিন বিয়ে উপলক্ষ্যে রাঘবের দিল্লির বাড়িতে সুফি গানের আসর বসেছি। বোনের বিয়েতে যোগ দিতে আগামীকাল ২৩ সেপ্টেম্বর মার্কিন মুলুক থেকে উড়ে আসবেন প্রিয়াঙ্কা, সঙ্গে হাজির হবে তার কন্যা মালতিও। তবে এনগেজমেন্টে হাজির ছিলেন না নিক, প্রিয় শ্যালিকার বিয়ের অনুষ্ঠানেও খুব সম্ভবত উপস্থিত হবেন না তিনি। কারণ মার্কিন মুলুকে জোনাস ব্রাদার্সদের কনসার্ট রয়েছে ২৩ ও ২৫ সেপ্টেম্বর।
বর-কনে দুই পরিবারই পাঞ্জাবি। তাই পাঞ্জাবি রীতি-নীতি মেনেই হবে সব অনুষ্ঠান।
কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:১৫