আমেরিকার শিকাগো অঙ্গরাজ্যে দুই সন্তানসহ এক দম্পতিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। একই সঙ্গে তাদের পোষা তিনটি কুকুরকেও গুলি করে হত্যা করা হয়েছে।
শিকাগোর শহরতলীতে অবস্থিত একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন, আলবার্তো রোলন, জোরাইদা বার্তোলোমি এবং তাদের ১০ ও ৭ বছর বয়সী দুই সন্তান অ্যাড্রিয়েল এবং ডিয়েগো। এছাড়া ঘটনাস্থল থেকে তাদের তিনটি কুকুরের মরদেহও উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত বা রবিবার ভোরের দিকে তাদের গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোমিওভিল পুলিশের ডেপুটি চিফ ক্রিস বার্ন সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, তারা এটা বিশ্বাস করেন না যে, ওই পরিবারের সদস্যরা আত্মহত্যা করেছেন। বরং তারা এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবেই তদন্ত করছেন। সূত্র: সিবিএস নিউজ, এপি, নিউ ইয়র্ক পোস্ট
কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৩০