শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩০ পূর্বাহ্ন

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষেআলোচনা সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন,বর্তমান সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক মানুষ, তিনি কারো চোখে পানি দেখতে চাননা। এই সরকারের আমলেসরকারি সেবা কর্মসূচির আওতায় একজন শিশু জন্মের পূর্ব থেকেই ৭০টিরও অধিক সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সেবাপ্রাপ্ত হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেবা দক্ষতার দিক দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, শক্তিশালী দেশের সরকার প্রধান প্রধানমন্ত্রীর সাথে সেলফি প্রদানের মাধ্যমে সরকারের উন্নয়নের প্রতি সম্মান জানিয়েছেন।

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ‘গরীব মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি, এককালীন চিকিৎসা অনুদান ইত্যাদি সামাজিক কল্যাণমূলক কাজে স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসাবে জেলা পরিষদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা প্রশাসন সিলেট ও জেলা পরিষদসিলেট-এর যৌথ উদ্যোগেমঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদআলী জিমনেসিয়ামেস্থানীয় সরকার উন্নয়ন মেলা মঞ্চে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদসিলেট-এর চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান।

সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সিলেট মো. রফিকুল ইসলাম, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। সিলেটের জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) মতিউর রহমান, সদস্য মোছাদ্দিক আহমদ, মো. নাসির উদ্দিন, ফয়জুল হক ফয়সল, সুভাস দাস, আফতাব আলী কালা মিয়া, সুষমা সুলতানা রুহি প্রমূখ।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদসিলেট-এর চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডের সুফল বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো মানুষের দোরগোড়ায় পৌছে দেয়ার মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ডের সাথে মানুষের সম্পৃক্ততা বাড়িয়ে দিয়েছে। সকল স্থানীয় প্রতিষ্ঠানগুলোকেসমন্বয় ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান আরো বলেন, কোন জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গঠনে গ্রামীণ উন্নয়নকে গুরুত্ব দিয়ে দেশের আধুনিকায়নের জন্যে কাজ করছেন। ২০৪১ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। স্মার্ট বাংলাদেশ গড়তে ইয়াং সমাজকে স্মার্ট হিসেবে গড়ে উঠতে হবে।

জেলা পরিষদসিলেট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ স্বাগত বক্তব্যে বলেন,স্থানীয় সরকার প্রতিষ্ঠান জনগণের মধ্যে নাগরিক সেবা বাস্তবায়নের পাশাপশি বর্তমান সরকারের জনমূখী কার্য্যক্রম বাস্তবায়ন করছে।জেলা পরিষদসিলেট ২০২২-২৩ অর্থবছরে ৩৯৩ জনকে ২০ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি, ৪৬০০জনকে ২৪ লক্ষ টাকার ত্রাণ বিতরণ,২২১ জনকে ১৫ লক্ষ টাকার আর্থিক অনুদান, ৪৬০ জন প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়নে ৪৫ লক্ষ টাকা, ৩৬৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ১৩ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয় করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit