স্পোর্টস ডেস্ক : লেগ স্পিনার আবরার আহমেদ পাকিস্তানের বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে যেতে পারেন। এশিয়া কাপে আরেক লেগ স্পিনার শাদাব খানের বাজে পারফরম্যান্সের কারণে দলে ঢোকার সুযোগ এসে গেছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যমগুলো।
নেপালের বিপক্ষে দারুণ বোলিং করেই এশিয়া কাপ শুরু করেছিলেন শাদাব খান। কিন্তু এরপর আর সে ধারা ধরে রাখতে পারেননি এই লেগ স্পিনার। তাতে তার উপর অসন্তুষ্ট পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। যে কারণে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ দল থেকে তাকে বাদ দিয়ে তরুণ লেগস্পিনার আবরার আহমেদকে নেওয়ার কথা ভাবছে তারা। এমন সংবাদই প্রকাশ করেছে পাকিস্তানি টিভি চ্যানেল জিও।
আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে ইনজামাম উল-হকের নেতৃত্বাধীন পিসিবির নির্বাচক কমিটি। দলে আবরার ছাড়াও জায়গা মিলতে পারেন অভিজ্ঞ পেসার হাসান আলীর। ধারণা করা হচ্ছে চোটের কারণে পুরো বিশ্বকাপই মিস করতে পারেন নাসিম শাহ। তার জায়গাতেই সুযোগ মিলতে পারে হাসানের। বিকল্প ভাবনায় আছেন জামান খানও।
এশিয়া কাপে ৫ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন শাদাব। এরমধ্যেই ৪টিই নেপালের বিপক্ষে। বেশ খরুচেও ছিলেন তিনি। আসরে তার ইকোনমি রেট ছিল ৫.৮৮। তবে ভারতের বিপক্ষে একটু বেশিই খরুচে ছিলেন। প্রথম ম্যাচে ৯ ওভার বল করে দিয়েছেন ৫৭ রান। আর দ্বিতীয় ম্যাচে ১০ ওভারে ১টি উইকেট নিয়ে ৭১ রানের বিনিময়ে। যে কারণে স্পিনে বিকল্প খুঁজছে পাকিস্তান। আবরারকে নিয়ে ভাবছে তারা। যদিও ৬টি টেস্ট খেললেও এখনো ওয়ানডে অভিষেক হয়নি তার।
সবমিলিয়ে এশিয়া কাপে পাকিস্তানের ভরাডুবির কারণেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে টিম কম্বিনেশনের গভীর বিশ্লেষণ করতে বাধ্য করেছে। সম্প্রতি নির্বাচকদের সঙ্গে বৈঠক হয়েছে অধিনায়ক বাবর আজমের। আজ সোমবার পিসিবি প্রধান জাকা আশরাফের সঙ্গে প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক ও বাবরের ফের আলোচনায় বসার কথা রয়েছে। আশরাফের অনুমোদনের ওপর নির্ভর করবে দল গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। শাদাব যদি শেষপর্যন্ত দলে থেকেই যান, তবুও তিনি সহ অধিনায়কত্বের পদ হারাতে পারেন। তার পরিবর্তে পেসার শাহিন শাহ আফ্রিদি হতে পারেন বাবরের ডেপুটি।
কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:০০