স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে খেলেছে বসুন্ধরা কিংস। সেখানে দলটি সংযুক্ত আরব আমিরাতে শারজা এফসির বিপক্ষে হেরে যায়। এবার এএফসি কাপের মূল পর্বে খেলবে বসুন্ধরা কিংস। এএফসি কাপ খেলতে আজ (১৭ সেপ্টম্বর ) রোববার সকালে মালদ্বীপের মালের উদ্দেশে রওনা দিয়েছে কিংস।
এবারের এএফসি কাপটি হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হচ্ছে। এ কারণে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়নরা আসরটি শুরু করছে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। যেখানে তাদের প্রতিপক্ষ আগামী ১৯ সেপ্টেম্বর মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন। দলটিকে রবাবরই কিংস হারিয়ে এসেছে।
মালদ্বীপের যাওয়ার আগে কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন বলেন, ‘টুর্নামেন্টটি আমরা জয় দিয়ে শুরু করতে চাই। অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। ’
এএফসি কাপে দক্ষিণ এশিয়ার জোনে বসুন্ধরা কিংসের অন্য প্রতিপক্ষরা হলো ভারতের দুই ক্লাব ওড়িশা ও মোহনবাগান। চার দল হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ৬টি ম্যাচ খেলবে। ৬ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল পরবর্তী রাউন্ডে উঠবে।
কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:০০