স্পোর্টস ডেস্ক : পর্দা নেমেছে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। রেকর্ড অষ্টমবারের মতো শিরোপা জয় করল ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা। ১৯ দিনের মহাদেশীয় ক্রিকেট যজ্ঞ এশিয়া কাপ শেষে কোন দল কত টাকা প্রাইজমানি আদায় করেছে তা নিয়ে আগ্রহের শেষ নেই ক্রিকেটপ্রেমিদের।
এশিয়া কাপের ১৬তম আসরের ফাইনালে জয়ের পর মোটা অঙ্কের প্রাইজমানি পেয়েছে ভারত। একইদিনে ছয় জাতির এই টুর্নামেন্টের অন্য দলগুলো পেয়েছে প্রাইজমানি।
এবারের মহাদেশীয় এই টুর্নামেন্টের ফাইনালের জন্য ৩ কোটি ২৮ লাখ টাকার ওপরে (৩ লাখ মার্কিন ডলার) বরাদ্দ ছিল। এর মধ্যে ফাইনালে জিতে চ্যাম্পিয়ন দল ভারত ২ কোটি ১৯ লাখ টাকার ওপরে (২ লাখ মার্কিন ডলার) এবং রানার্স-আপ শ্রীলঙ্কা ১ কোটি টাকারও বেশি পেয়েছে।
এবারের আসরে ষষ্ঠ স্থানে থাকা নেপাল ছাড়া বাকি সব দলের জন্যই প্রাইজমানি বরাদ্দ ছিল। সুপার ফোরে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ৬৮ লাখ টাকার ওপরে (৬২ হাজার ৫০০ মার্কিন ডলার) এবং চতুর্থ স্থানে থাকা পাকিস্তান ৩৪ লাখ টাকারও বেশি প্রাইজমানি পেয়েছে। পঞ্চম স্থানে থেকে আসর শেষ করা আফগানিস্তান ১৩ লাখ টাকার ওপরে (১২ হাজার ৫০০ মার্কিন ডলার) পেয়েছে।
এ ছাড়াও প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ওপরে পেয়েছেন। অন্যদিকে কলম্বোর মাঠকর্মীদের জন্যেও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পক্ষ থেকে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ ছিল।
কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৪