মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন

জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু উদ্যোগ সফল করতে তুরস্কের উদ্যোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়ার সাথে সাথে একটি ‘সাধারণ লড়াইয়ের’ আহ্বান জানিয়ে সবুজ শক্তি এবং শূন্য বর্জ্যসহ এই সংগ্রামে তার দেশের উচ্চাভিলাষী অবদানের কথা বিশ্ব নেতাদের জানাতে আগ্রহী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

ডেইলি সাবাহ বলছে, একটি ভূমধ্যসাগরীয় জাতি হিসেবে জলবায়ু পরিস্থিতির অবনতি ঘটছে তুরস্কে, তবে ২০৫৩ সালের নিট শূন্য নির্গমন এবং সবুজ উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রতি প্রতিশ্রুতি দিয়ে প্যারিস জলবায়ু চুক্তিতে সর্বোচ্চ অবদানের জন্য গর্ব করে আঙ্কারা।

তুরস্কের সাবেক পরিবেশ, নগরায়ণ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী মেহমেত এমিন বীরপিনার ডেইলি সাবাহকে বলেন, তুরস্কের দীর্ঘমেয়াদি জলবায়ু কৌশল এবং জাতীয়ভাবে নির্ধারিত অবদানের (এনডিসি) জন্য রাজনৈতিক উপায়ের পাশাপাশি বৈশ্বিক সবুজ রূপান্তর এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের সুযোগগুলো কাজে লাগায়।

তিনি বলেন, তুরস্ক বিশ্বাস করে যে প্যারিস চুক্তি একটি সবুজ এবং টেকসই বিশ্বের জন্য একটি অপরিহার্য সুযোগ এবং কার্বন হ্রাস ও সম্মতি নীতি বাস্তবায়নে সমর্থন করে।

বায়ুদূষণ প্রতিরোধ সংস্থার ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ এয়ার পলিউশন প্রিভেনশন অ্যাসোসিয়েশনের (আইইউএপিপিএ) প্রধান, বায়ুমণ্ডলীয় বিজ্ঞান ও আবহাওয়া বিজ্ঞানের অধ্যাপক সেলহাত্তিন ইনসেকিকের মতে, তুরস্কর তার কার্বন নিঃসরণ কমাতে এবং তার সবুজ শক্তি, বিশেষ করে সৌর ও বায়ু শক্তি বৃদ্ধিতে অগ্রগতি করছে। যা একসাথে তার ইনস্টল করা ক্ষমতার প্রায় ২০ শতাংশ।

২০০৭ সালে আন্তর্জাতিক প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের (আইপিসিসি) জয়ে অবদানের জন্য আংশিকভাবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই গবেষক একটি দেশ হিসেবে কার্বন নিঃসরণ নিয়ে তুরস্কের সমালোচনা বন্ধ করে দেন। যে দেশ শক্তি উৎপাদনে ২৫ শতাংশ কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভর করে।

ইনসিক বলেন, ‘গ্র্যান্ড ছবিতে তুরস্ক অনেকটাই নির্দোষ।’আঙ্কারা মনে করে, ‘জলবায়ু পরিবর্তনের জন্য শুধু তুরস্কের একক প্রচেষ্টা নয়, একটি বিশ্বব্যাপী প্রচেষ্টা প্রয়োজন। চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ইইউ-ভু্ক্ত দেশ, রাশিয়া এবং অন্যান্য বিশ্বশক্তির দায়িত্ব কাঁধে নিতে হবে।

এই মাসের শুরুর দিকে ভারতে জি-২০ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এরদোগান গর্ব করেছিলেন যে, তুরস্ক বার্ষিক ৯০ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গমন প্রতিরোধ করেছে। যার ফলে শক্তির দক্ষতা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি ইনস্টল ক্ষমতা পরিপ্রেক্ষিতে প্রচেষ্টার জন্য দেশটি ইউরোপে পঞ্চম এবং বিশ্বে ১২তম স্থানে রয়েছে।

তুর্কি নেতা শূন্য-বর্জ্য প্রকল্পকেও স্বাগত জানিয়েছেন, জলবায়ু সঙ্কটের বিরুদ্ধে লড়াইয়ে বর্জ্য নির্মূল করার গুরুত্ব তুলে ধরার জন্য ফার্স্ট লেডি এমিন এরদোগানের পৃষ্ঠপোষকতায় ২০১৭ সালে এটি প্রথমটি চালু হয়েছিল।

প্রকল্পটি তখন থেকে একটি বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত হয়েছে। জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস গত বছর ৩০ মার্চকে আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস হিসেবে ঘোষণা করে প্রথম মহিলা এবং বিশ্ব সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিগত পাঁচ বছরের ২০২২ সালে তুরস্কের পুনরুদ্ধারের হার ১৩ শতাংশ থেকে ৩০ শতাংশে উন্নীত হয়েছে। দেশটির লক্ষ্য হলো- ২০৩৫ সালের মধ্যে এটিকে ৬৫ শতাংশে উন্নীত করা। ২০১৭ সাল থেকে প্রকল্পটি ব্যাপক এলাকা রক্ষা করেছে, পানি সংরক্ষণ করেছে। প্রকল্পটি হাজার হাজার কর্মসংস্থানও সৃষ্টি করেছে।

এরদোগান জি-২০ শীর্ষ সম্মেলনে বলেছেন, আঙ্কারা বিশ্বাস করে যে, একটি ন্যায্য বিশ্ব সম্ভব এবং বিশ্বব্যাপী সংহতি জোরদার করার চেষ্টা করছে তার দেশ।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit