স্পোর্টস ডেস্ক : দারুণ ফর্মে আছেন ট্রাভিস হেড। ব্যাট হাতে প্রায় প্রতিটি ম্যাচেই রাখছেন অবদান। যার পুরস্কার হিসেবে পেয়েছিলেন বিশ্বকাপ দলে জায়গা। কিন্তু দুর্ভাগা চোটে সেটা বোধহয় আর খেলা হচ্ছে না তার। ট্রাভিসের হাতের চোটে কপাল খুলে যেতে পারে মার্নাস লাবুশেনের। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে মাঠ মাতাতে পারেন তিনি। এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
বিশ্বকাপ অভিযানে নামার আগে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এরই মধ্যে ভারত সিরিজের দল থেকে ছিটকে গেছেন হেড। বাঁহাতি এ ওপেনার সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ ওয়ানডেতে হাতে চোট পান। পরে পরীক্ষায় তার হাতে চিড় ধরা পড়ে।
রবিবার সিরিজের শেষ ওয়ানডের পর ম্যাকডোনাল্ড জানান, হেডকে বিশ্বকাপের প্রথম দিকে পাওয়া যাচ্ছে না, ‘কবে ফিরতে পারবে এই মুহূর্তে পরিষ্কার নয়। ভালো খবর হচ্ছে, ওর অস্ত্রোপচার লাগছে না। তবে এতে কোনো সন্দেহ নেই যে বিশ্বকাপের প্রথমার্ধে ওকে পাওয়া যাচ্ছে না। যে কারণে ১৫ জনের মধ্যে রাখা হবে কি না—এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আছে।’
হেড যদি বিশ্বকাপ থেকে ছিটকে যান, তবে ১৫ জনের দলে ঢোকার সম্ভাবনা আছে লাবুশেনের। ডানহাতি এ মিডল অর্ডার ব্যাটসম্যান বিশ্বকাপের দলে জায়গা পাননি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের মধ্যে সর্বোচ্চ ২৮৩ রান তুলে নিজের অবস্থান জানান দিয়ে রেখেছেন।
হেডকে বদলি করা হলে যে লাবুশেনই তার জায়গায় আসবেন, সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন অস্ট্রেলিয়া কোচ ম্যাকডোনাল্ড, ‘নির্বাচক প্যানেলের হয়ে আমার বলা সাজে না, ওর জন্য ১৫ জনের দলের দুয়ার বন্ধও করে দিতে পারি না। তবে এটা নিঃসন্দেহ যে বদল করা হলে তারই (লাবুশেন) সম্ভাবনা বেশি।’
কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:৪০