ডেস্ক নিউজ : শনিবার লন্ডন স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে জেমস ওয়ার্ড-প্রাউসের গোলে স্বাগতিকরা লিড নেয়। তবে দ্বিতীয়ার্ধে সিটিজেনরা স্বরূপে আবির্ভূত হয়। চলতি মৌসুমে যোগ দেওয়া জেরমি ডকুর গোলে সমতায় ফেরার পর বার্নার্দো সিলভা ও আর্লিং হলান্ড গোল করে সিটিজেনদের বড় জয় নিশ্চিত করে।
পিঠের অস্ত্রোপচারের পর এদিন প্রথম সিটির ডাগআউটে ফিরেছেন পেপ গার্দিওলা। আর ফিরে দেখেছেন দলের গোলমিসের মহড়া। একের পর এক সুযোগ নষ্ট করেছেন আর্লিং হলান্ড। এরই মধ্যে সিটির রক্ষণভাগের ভুলে এগিয়ে যায় স্বাগতিক ওয়েস্ট হ্যাম। ৩৬ মিনিটে হেড থেকে গোল করেন চলতি মৌসুমে সাউদাম্পটন থেকে ওয়েস্ট হ্যামে যোগ দেওয়া জেমস ওয়ার্ড-প্রাউস। সমতায় ফিরতে পারত সিটিজেনরা। কিন্তু ৪২ মিনিটে সহজ সুযোগ মিস করেন হলান্ড। জেরমি ডকুর বাড়ানো বল ফাঁকা পোস্টে পাঠাতে পারেননি হলান্ড। পিছিয়ে থেকেই বিরতিতে যায় গার্দিওলার দল।
বিরতি থেকে ফিরেই অবশ্য সমতায় ফেরে সিটি। ৪৬ মিনিটে সিটিকে সমতায় ফেরান চলতি মৌসুমে ৭৬৫ কোটি টাকায় বেলজিয়ান ক্লাব আন্ডারলেখট থেকে কেনা ডকু। হুলিয়ান আলভারেজের কাছ থেকে বল পেয়ে হ্যামারদের ডিবক্সে ঢুকে পড়ে বাঁকানো শটে গোল করেন এই বেলজিয়ান। ডকুকে গোল করানোর পর নিজেও গোল পেতে পারতেন আলভারেজ। ৫১ মিনিটে আর্জেন্টাইন তারকার ফ্রিকিক পোস্টে লেগে ফিরে আসে। এর দুই মিনিট পর হলান্ডকে গোলবঞ্চিত করেন ওয়েস্ট হ্যামের গোলরক্ষক আলফানসো আরিওলা। রদ্রির ভাসানো বলে অনেকটা লাফিয়ে দারুণ হেড নিয়েছিলেন হলান্ড, কিন্তু সে হেড ঠেকিয়ে দেন আরিওলা।
সিটির দ্বিতীয় গোলেও অবদান আলভারেজের। ডিবক্সের বাইরে থেকে তার বাড়ানো বল থেকে গোল করেন বার্নার্দো সিলভা। গোল মিসের মহড়া দেওয়া হলান্ড অবশেষে ৮৬ মিনিটে গোল করেন। লিগে এটি সিটির টানা পঞ্চম জয়। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে গার্দিওলার দল। ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম। আর সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিন নম্বরে নেমে গেছে লিভারপুল।
কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:৫৬