বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ গ্রামবাসীর উদ্যোগে মরহুম হাজী ছনু মৃধা স্মরণে ফ্রিজ টিভি ফুটবল টুর্নামেন্টের ৪র্থ কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মনিয়ন্দ হরিপুর মরহুম হাজী ছনু মৃধা ঈদগাহ মাঠে আয়োজিত খেলায় অংশগ্রহণ করে মোগড়া ফুটবল একাদশ বনাম জগীরবাড়ী পাঁচ ভাই ফুটবল একাদশ। শুরুতে ফিফার থিম সংগীত পরিবেশনের মধ্যদিয়ে রেফারি ও উভয় দলের খেলোয়াররা মাঠে প্রবেশ করার মধ্যে দিয়ে টুর্নামেন্টের ৪র্থ কোয়ার্টার ফাইনাল খেলার উদ্বোধন করা হয়। মনিয়ন্দ গ্রামবাসীর উদ্যোগে ও এলাকার যুব সমাজের সহযোগিতায় অনুষ্ঠিত খেলার সভাপতিত্ব করেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ শফিকুল ইসলাম বাবুল মৃধা।
ক্রীড়া ভাষ্যকার খুরশেদ আলম বাবু, এম এ আজিজুল ও রবিনের সঞ্চালনায় খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম চৌধুরী দ্বীপক। খেলার প্রধান মেহমান ছিলেন, ৬নং গোপীনাথপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাকির হোসেন, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৌদি আরব প্রবাসী মোঃ বাহার সরকার, মোগড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ কাউসার মোল্লা সহ আরো অনেকে। খেলার তত্ত্বাবধানে আছেন, পরিচালনা কমিটির অন্যতম সদস্য ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম দুলাল মৃধা, সাবেক ফুটবলার মোঃ রুবেল চৌধুরী সহ আরো অনেকে।
টানটান উত্তেজনা উত্তেজনা পূর্ণ ৪র্থ কোয়ার্টার ফাইনাল খেলাটি দেখতে ফুটবল প্রেমী হাজারো দর্শক মাঠে উপস্থিত ছিলেন। চরম প্রতিদ্বন্দ্বিতা ও টানটান উত্তেজনাপূর্ন খেলায় জগীরবাড়ী পাঁচভাই ফুটবল একাদশকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করে মোগড়া ফুটবল একাদশ। এসময় অতিথিরা মনিয়ন্দ এলাকার সকল প্রবাসীদের কে এই সকল খেলাধুলায় সক্রিয়ভাবে অনুপ্রাণিত করার আহ্বান জানান। জানা গেছে মরহুম হাজী ছনু মৃধা এলাকার একজন দানবীর, সমাজসেবক ও ফুটবল প্রেমি ব্যক্তি ছিলেন, তারই স্মরণে প্রতিবছরই মাঠে একটি করে বড় ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে। জানা গেছে টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করবে মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল ফুটবল একাদশ বনাম গ্রীসনগর ফুটবল একাদশ আর ২য় সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করবে কসবা দক্ষিণ ফুটবল একাদশ বনাম মোগড়া ফুটবল একাদশ ।
কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৫০