তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : বাংলাদেশ কৃষক লীগ দুর্গাপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আ‘লীগ কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে, সাধারন সম্পাদক মো. আলাল উদ্দিন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনা করেন, কৃষকলীগ‘র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, জেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুস শহীদ, সদস্য সচিব আবু তাহের, উপজেলা আ‘লীগের সভাপতি উসমান গণি তালুকদার, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঝুমা তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।
আলোচনা শেষে আব্দুল হামিদ সরকার কে সভাপতি ও মো. আলাল উদ্দিন কে সাধারণ সম্পাদক করে কন্ঠ ভোটের মাধ্যমে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কৃষকলীগ দুর্গাপুর শাখার কমিটি গঠন করা হয়।
কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:৩৫