জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের মধ্যমপাড়া এলাকায় এ.কে এগ্রো এন্ড ডেইরি ফার্মের চুরিকৃত বৈদ্যুতিক মোটর উদ্ধার সহ মোঃ রবিউল হোসেন কে আটক করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর ২০২৩ইং)সকালের দিকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম(বার) এর তাৎক্ষনিক দিক- নির্দেশনা ও তদারকিতে মানিকছড়ি থানার অফিসার ইনর্চাজ আনচারুল করিম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) ঝন্টু চন্দ্র দে সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় মানিকছড়ি থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সঙ্গবদ্ধ চোরাই চক্রের একজন সদস্য মোঃ রবিউল হোসেন,কে গ্রেপ্তার করা হয়।
এ.কে এগ্রো এন্ড ডেইরি ফার্ম এর ম্যানেজার আনোয়ার হোসেন বাদী মোটরটি আশেপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে মানিকছড়ি থানায় এসে বৈদ্যুতিক পানির মোটর চুরির একটি এজাহার দায়ের করলে বিষয়টি খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম(বার) এর নজরে আসে।চুরিকৃত মোটরের আনুমানিক মূল্য ৩০,০০০/- ত্রিশ হাজার টাকা) গ্রেপ্তারকৃত আসামী মোঃ রবিউল হোসেন মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের শান্তিনগর ৪নং ওয়ার্ডের আবু তাহের ছেলে।মানিকছড়ি থানা পুলিশের মাধ্যমে জানা গেছে বৃহস্পতিবার ভোর অনুমান ০৫.৪০ ঘটিকার সময় গ্রেফতার করে এবং গ্রেফতারকৃত আসামীকে ব্যপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে আসামীর স্বীকারোক্তি অনুযায়ী আসামীর বসতঘর থেকে চুরি যাওয়া বৈদ্যুতিক পানির মোটরটি উদ্ধার করা হয়।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আনচারুল করিম জানান আসামীর বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে আসামীকে আদালতে সোর্পদ করা হয়েছে।খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন খাগড়াছড়ি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অত্র জেলার নাগরিক নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে সকল প্রকার আইনগত পুলিশি কার্যক্রম অব্যাহত থাকবে।
কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:৩২