জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার রামগড় সীমান্ত দিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে অবৈধ পথে আসা ৫৪০কেজি ভারতীয় চিনি সহ চোরাকারবারি মোঃ বাবু (২১) কে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর ২০২৩ইং) মাদক ও চোরাকারবারীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনাকারী খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম(বার) এর দিক-নির্দেশনায় রামগড় থানা এলাকায় বিশেষ অভিযানে রামগড় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মাদ ফকরুল ইসলাম এর নেতৃত্বে চৌকস পুলি্শ দল গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানাধীন রামগড় পৌরসভাস্থ ফেনীরকুল এলাকায় জনৈক কালা মিয়ার বসত ঘর থেকে তল্লাশী করে ১১(এগার) বস্তা ভারতীয় চিনি সহ মোঃ বাবু (২১)কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে ১১(এগার) বস্তা ভারতীয় চিনি যার ওজন সর্বমোট ৫৪০ (পাঁচশত চল্লিশ) কেজি এবং আনুমানি বাজার মূল্য ৭০,২০০/-(সত্তর হাজার দুইশত) টাকা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ বাবু(২১) ভারতীয় সীমানা থেকে চোরাই পথে অবৈধভাবে অধিক লাভের উদ্দেশ্যে উক্ত ভারতীয় চিনি নিয়ে আসার কথা স্বীকার করে এবং এই চোরাচালানে তার সাথে আরো অনেকে জড়িত বলে জানায়।খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন একটি স্বার্থনেষী মহল দেশের নিত্য দ্রব্য মুল্যের বাজার অস্থীতিশীল করার জন্য এবং অসাধুভাবে অধিক লাভের আশায় তারা এহেন গর্হিত অপরাধমুলক কার্যক্রম করে আসছে ফলে দেশ হারাচ্ছে একটি বড় অংকের রাজস্ব এবং জন-জীবনে বাড়ছে দূর্ভোগ। খাগড়াছড়ি জেলা পুলিশ ইতোমধ্যে এই চোরাচালান রোধে অনেকটা সফল এবং এই চোরাচালান রোধ সহ চোরাচালান চক্রের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি সহ সকল আইনগত কার্যক্রম চলমান।
কিউএনবি/অনিমা/ ০৬.০৯.২০২৩/রাত ৯.৫১