এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল। প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দীন। পৌর পূজা উদযাপন পরিষদের সাধারন স¤পাদক শ্রী অভিজিৎ রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা থানার ওসিইকবাল বাহার চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাধারন স¤পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্রেসক্লাব চৌগাছার সাধারণ স¤পাদক জিয়াউর রহমান রিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নুরুল কদর, পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ মানিক, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ধীরেন্দ্র নাথ দে, সহ-সভাপতি সন্তোষ কুমার রায়, আইন বিষয়ক স¤পাদক শ্যামল দত্ত, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন, স¤পাদক রোকনুজ্জামান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ফিরোজ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক স¤পাদক রাজু আহমেদ, চৌগাছা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান রিংকু, পৌর পূজা পরিষদের সভাপতি অশোক হালদার, জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য শ্যামল শিকদার, নিতায় সরকার, অনন্ত সরকার, হরেন ঘোষ, মানিক দাস, শিপন কুমার দাস, শ্যামল বিশ্বাস, পার্থ সেন, কমল রায় ও পবিত্র কুমার সিংহ প্রমুখ।
আলোচনা সভার আগে একটি মঙ্গল শোভাযাত্রা বের করেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। শোভাযাত্রাটি উপজেলার শ্রী শ্রী কালী মন্দির থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
কিউএনবি/অনিমা/ ০৬.০৯.২০২৩/রাত ৯.৪৮