আন্তর্জাতিক ডেস্ক : জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। বছরজুড়ে দেশের বিভিন্ন প্রান্তে জি-২০ সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে নানা বৈঠক হয়েছে। আগামী ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ মূল সম্মেলন। সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও।
যোগ দেয়ার কথা ছিল চীনা প্রেসিডেন্ট জিনপিংয়েরও। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট ভারতে জি-২০ শীর্ষ সম্মেলন এড়িয়ে যেতে পারেন। এ সম্পর্কে অবগত ভারত ও চীনের বেশ কয়েকটি সূত্র উল্লেখ করেছে ব্রিটিশ বার্তা সংস্থাটি। ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯বাংলা বলেছে, চলতি সপ্তাহেই চীন নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে। সেই মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশ ও আকসাই চিনকে নিজেদের অংশ বলে দাবি করেছে বেইজিং। এরপরই জিনপিংয়ের ভারতে আসা নিয়ে সংশয় তৈরি হয়। শেষ পর্যন্ত সেই সংশয়ই সত্যি হতে হলো।
কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৩৮