জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞানের শিক্ষার্থীদের খাবার সংকট নিরসনে তাদের একাডেমিক ভবন কার্জন হলে ক্যাফেটেরিয়া স্থাপন , মোকাররম ভবনে ক্যান্টিন স্থাপন এবং কার্জন হল এলাকায় ফার্মেসি/ভ্যান্ডিং মেশিন স্থাপন- এই তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের ভুক্তভোগী শিক্ষার্থীরা।
আজ ২৯ আগস্ট(২০২৩ ) মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে দোয়েল চত্বরে বিজ্ঞানের শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন করা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভূতত্ত্ব বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্র আবু বাকের মজুমদার,গণিত বিভাগের ছাত্র ফারাবী রহমান শ্রাবণ , আবহাওয়া বিজ্ঞান বিভাগ মিম জামান ,আবহাওয়া বিজ্ঞান মফিজুল ইসলাম লিমন , গণিত বিভাগের ছাত্র সাদমান শাহরিয়ার মাহিন প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কার্জন হল এলাকা ও মোকাররম ভবনে ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন স্থাপনের দাবি জানিয়ে আসছি আমরা। নারী শিক্ষার্থীদের জরুরী সেবার জন্য ফার্মেসি চাওয়া হয়েছে। কিন্তু প্রশাসন নির্বিকার। কার্জন হলে জহিরের ক্যান্টিন থাকলেও সেখানে মানসম্মত ও পর্যাপ্ত খাবার থাকে না। বসার কোনো পরিবেশ নেই। ফলে কার্জন হলে খাদ্য ব্যবস্থাপনা সংকট এবং শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে একটি ক্যাফেটেরিয়া স্থাপন অনিবার্য। এছাড়া অত্র এলাকায় নারী শিক্ষার্থীদের জরুরী প্রয়োজনে ফার্মেসি সেবার দরকার হয়। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনা নিয়ে অত্র এলাকায় ফার্মেসি/ভ্যান্ডিং মেশিন স্থাপন করলে শিক্ষার্থীরা উপকৃত হবেন।
গণিত বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ সালেহীন অয়ন বলেন, আমাদের ঢাবির কার্জন-মোকাররম এলাকায় ছাত্র-ছাত্রীদের সংখ্যা প্রায় ১২-১৪ হাজারের মতো। অথচ আমাদের এখানে খাবার খাওয়ার জন্য শুধুমাত্র ম্যাথ ক্যান্টিন, সায়েন্স লাইব্রেরির পিছনে ভাসমান খাবারের দোকান, জহিরের ক্যান্টিন এবং আইএনএফএস-এর খাবারের দোকান বাদে আর কোথাও খাবারের ব্যবস্থা নেই। অনেক সময় আমাদের দাঁড়িয়ে খেতে হয়। বৃষ্টির দিনে দাঁড়ানোর মতো পরিবেশও থাকে না। তাই আমরা চাই- কার্জন হলে ক্যাফেটেরিয়া স্থাপন ও মোকাররম ভবনে ক্যান্টিন স্থাপন করা হোক।
আবহাওয়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মীম জামান বলেন, “আমাদের কার্জন এলাকার মোট শিক্ষার্থীর প্রায় অর্ধেক নারী। এখানে কোনো ফার্মেসি নেই। ফলে জরুরি প্রয়োজনে আমাদের ঢাকা মেডিকেল কলেজের ফার্মেসিতে যেতে হয়। আমরা আমাদের পর্যাপ্ত মেডিসিন সেবা পাই না। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে আমাদের অন্য কোথাও গিয়ে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে হয়। তাই আমরা মনে করি কার্জন এলাকায় ফার্মেসি অথবা ডিজিটাল ভ্যান্ডিং মেশিন স্থাপন করা জরুরি।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা তিনটি দাবি উত্থাপন করেন।
তাদের দাবিগুলো হলো :
১. কার্জন হলে ক্যাফেটেরিয়া স্থাপন করতে হবে।
২. মোকররম ভবনে ক্যান্টিন স্থাপন করতে হবে।
৩. কার্জন হল এলাকায় ফার্মেসি/ভ্যান্ডিং মেশিন স্থাপন করতে হবে।
কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:২১