আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে আটক ইরানি ফটোসাংবাদিক মোহাম্মাদ হোসেইন বেলায়েতিকে মুক্তি দিয়েছে তালিবান সরকার। প্রায় এক সপ্তাহ হেফাজতে রাখার পর গত শুক্রবার (২৫ আগস্ট) রাতে কাবুলের ইরানের দূতাবাসে বেলায়তিকে হস্তান্তর করা হয়, যা প্রকাশ্যে আসে কয়েকদিন পর। তালিবানের উপ-মুখপাত্র বিলাল করিমি বিষয়টি নিশ্চিত করেছেন।
বেলায়েতি ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের ফটোসাংবাদিক। সম্প্রতি বৈধ কাগজপত্র নিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে বিমানে করে কাবুলে যান এবং সেখানে ১০ দিন অবস্থান করেন। এরপর গত ১৯ আগস্ট ইরানে ফিরে আসার জন্য বিমানে ওঠেছিলেন তিনি। কিন্তু কিছুক্ষণের মধ্যে তাকে আটক করা হয়।
আফগান কর্তৃপক্ষ সে সময় বেলায়েতিকে আটকের কোনও কারণ জানায়নি। তবে তার মুক্তির জন্য কূটনৈতিক উদ্যোগকেই বেছে নিয়েছিল তেহরান।
কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৩,/রাত ১১:১৫