অভিযান সম্পর্কে মোশারফ হোসেন জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারা লঙ্ঘন করে নদী থেকে বিপণনের উদ্দেশ্যে বালু উত্তোলন এবং ড্রেজিং এর কারণে নদীর তীর ভাঙ্গনের শিকার হওয়ায় আইনের ১৫ (১) ধারায় আটক দুইজন ড্রেজার চালকের উভয়কে দু’মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। চারজন শ্রমিককে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ড্রেজিং এর কাজে ব্যবহৃত ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের (মেম্বার) জিম্মায় রাখা হয়েছে।
কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৩,/রাত ৮:৩১