আন্তর্জাতিক ডেস্ক : গত মঙ্গলবার (২২ আগস্ট) ওয়াশিংটনে নিয়মিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এ বিষয়ে ইরানের সঙ্গে আমাদের যে সমঝোতা হয়েছে বিষয়টি সেভাবেই এগোচ্ছে।’সম্প্রতি বেআইনিভাবে প্রবেশের অভিযোগে ইরানি বংশোদ্ভুত পাঁচ মার্কিন নাগরিককে গ্রেফতার করে ইরান। ওয়াশিংটন এই পাঁচ মার্কিন নাগরিকের মুক্তি দাবি করলে বন্দি মুক্তির বিনিময়ে আটকে রাখা ৬০০ কোটি ডলার তহবিল ছাড়ের দাবি করে ইরান সরকার৷
জো বাইডেন প্রশাসন শর্ত মেনে নেয়ায়, আটক পাঁচ মার্কিন নাগরিককে চলতি মাসের শুরুর দিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি হিসেবে রাখার পদক্ষেপ নেয় তেহরান৷ আল জাজিরার প্রতিবেদন মতে, একাধিক সংবাদমাধ্যম চলতি মাসের গোড়ার দিকে জানিয়েছিল, অর্থনৈতিক নিষেধাজ্ঞার অধীনে আটকে রাখা প্রায় ৬০০ কোটি ডলার ফেরত দেয়ার বিনিময়ে পাঁচ মার্কিন নাগরিককে মুক্তি দেবে ইরান।
কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৩,/রাত ৯:৫৫