আন্তর্জাতিক ডেস্ক : এক জরিপে দেখা গেছে, পুরুষ স্ত্রীর সঙ্গ এড়াতে অফিস পছন্দ করে। পরিবার ছেড়ে যে কারণে অফিসেই বেশি সময় থাকতে চায় তারা। যুক্তরাজ্যের রানওয়ে ইস্ট নামে একটি অফিসের পরিবেশ ও সজ্জা নির্মাতা প্রতিষ্ঠান এ জরিপ করে। বৃহস্পতিবার দ্য টেলিগ্রাফ জরিপটি প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, রানওয়ে ইস্ট এর এ প্রতিবেদন গত জুনে প্রকাশিত ইউএস ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস’র (বিলস) সঙ্গে মিলে যায়। বিলস জানায়, মহামারীর পর পুরুষ নারীদের তুলনায় অনেক বেশি সংখ্যায় অফিসে ফিরে আসে। আর নারী ঘরের কাজেই যুক্ত থাকতে পছন্দ করে।
যুক্তরাজ্যের ন্যাশনাল স্ট্যাটিসটিকস ২০২১ সালের প্রতিবেদনে জানায়, নারীদের মত হলো ঘরে বসে অফিস করাটাই তাদের পছন্দ। এতে ঘরের অন্যান্য কাজও করা যায়। তবে রানওয়ে ইস্ট জানায়, পুরুষ অফিসের কাগজ, কলমসহ অন্যান্য স্টেশনারি সামগ্রী ব্যবহারও পছন্দ করে। অফিস থেকে তারা সেসব সামগ্রী বাসায় নিয়ে আসে।
রানওয়ে ইস্ট বলছে, তাদের অনুসন্ধানে দেখা গেছে, মহামারীতেও অফিস সচল ছিল। অনেক প্রতিষ্ঠান মহামারীর পরিপ্রেক্ষিতে নানা উপায়ে অফিস সচল রেখেছে। তবে রানওয়ে ইস্ট বলে, অফিসগুলোকে আরো বেশি সুবিধা দিতে হবে। কারণ প্রতি ১০ জনে একজন ভালো কফির জন্য অফিস যেতে পছন্দ করে।
রানওয়ে’র প্রধান নির্বাহী নাতাশা গুয়েরা বলেন, লোকজন অফিসে যেতে চায় না, কারণ তারা যাতায়াত করতে চায় না এবং তারা একটি ডেস্কে বসে কাজ করার চেয়ে বেশি কিছু চায়। জরিপে জানা যায়, নারী পুরুষের চেয়ে ঘরে বসে অফিস বেশি পছন্দ করে। নারীর ক্ষেত্রে যা ৪১ শতাংশ এবং পুরুষের ২৮ শতাংশ।
কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/রাত ১১:৪৩