স্পোর্টস ডেস্ক : এবার গ্রীষ্মের দল-বদলের শুরুর দিকে গুঞ্জন ছিল বার্সেলোনায় ফিরতে পারেন নেইমার। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড পিএসজি ছেড়ে গেছেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। বার্সায় ফেরার সম্ভাবনা থাকলেও কেন তাকে নেয়নি কাতালান ক্লাবটি। তা জানিয়েছেন বার্সার নতুন স্পোর্টিং ডিরেক্টর ডেকো।
ডেকো জানান নেইমারকে বার্সেলোনায় না নেওয়ার মূল কারণ ক্লাবটির বর্তমান আর্থিক পরিস্থিতি। ‘সবাই জানে দুর্ভাগ্যবশত, এই মুহূর্তে আমাদের আর্থিক অবস্থার সঙ্গে এমন একটি চুক্তি করা অসম্ভব ছিল। আমাদের পিএসজির সাথে বা সৌদি আরবের ক্লাবের সাথে সমঝোতায় যেতে হতো, যা ঘটেনি।’
নেইমার ধারে খেলতে আসতে পারেন বার্সেলোনায় এমন খবরও প্রকাশ পেয়েছিল। তবে ডেকোর কথায় স্পষ্ট যে, আর্থিক কারণে নেইমারকে দলে ভেড়ায়নি বার্সেলোনা। এবারের গ্রীষ্মের দল-বদলে দুই বছরের চুক্তিতে সৌদি ক্লাব আল হিলালে গেছেন নেইমার। নেইমারকে দলে ভেড়াতে ট্রান্সফার ফি হিসেবে ৯০ মিলিয়ন ইউরো খরচ করেছে আল হিলাল।
কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/রাত ৯:০০