ডেস্ক নিউজ : মানুষের সাধারণ ধারণা হলো, দান করা ধনীদের দায়িত্ব। অথচ বিষয়টি এমন নয়। বরং দান করার জন্য ধনী হওয়া জরুরি নয়। মুমিনরা মহান আল্লাহ যা দিয়েছেন তা থেকেই দান করবে—এটাই ইসলামের নিয়ম। পবিত্র কোরআনে মুমিন মুত্তাকির পরিচয় দেওয়া হয়েছে এভাবে—‘যারা গায়েবের ওপর ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমরা (আল্লাহ) তাদের যে জীবনোপকরণ দিয়েছি তা থেকে দান করে।’ (সুরা : বাকারা, আয়াত : ৩)
কখনো কখনো ইখলাসপূর্ণ অল্প দান বা গরিবের দান ধনীর দানের চেয়ে আল্লাহর বেশি পছন্দনীয় হয়। কখনো কখনো এক টাকা লাখ টাকার চেয়ে দামি হয়ে যায়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এক দিরহাম এক লাখ দিরহামের ওপর প্রাধান্য পেয়ে গেল। তাঁরা (সাহাবিরা) বলেন, এটা কিভাবে? তিনি বলেন, এক ব্যক্তির শুধু দুটি দিরহাম ছিল। সেখান থেকে সে একটি দান করে দিল। আর এক ব্যক্তি তার (বিশাল) ধন-সম্পদের মধ্য থেকে এক লাখ দিরহাম নিয়ে তা দান করল। (সুনানে আন-নাসায়ি, হাদিস : ২৫২৭)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ সদকা কবুল করেন এবং সেটি নিজ ‘ডান হাতে’ গ্রহণ করেন। তারপর তা লালন-পালন করে বড় বানাতে থাকেন, যেভাবে তোমরা অশ্বশাবক লালন-পালন করে বড় বানাতে থাকো। এক পর্যায়ে এক লোকমা সমপরিমাণ দানও ওহুদ পাহাড়ের মতো হয়ে যায়। (তিরমিজি, হাদিস : ৫৯৮)
কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৩,/রাত ১১:৪৪