বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন

জাতীয় শোক দিবস উপলক্ষে হৃদয়ে ৭১ ফাউন্ডেশন’র আলোচনা সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৫৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সেক্টর কমান্ডার ফোরাম সিলেট বিভাগের যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম. মানিক মিয়া বলেছেন, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করে ঘাতকরা মনে করেছিলো আমাদের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ধ্বংস করে দেবে, কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি। দেশের মানুষ বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আজ উন্নত চূড়ায় নিয়ে যাওয়ার পদক্ষেপ বাস্তবায়নে রয়েছে।

বঙ্গবন্ধুর ও তাঁর পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, এই শোককে আমরা আমাদের কাজের মাধ্যমে শক্তিতে পরিণত করবো। তিনি বঙ্গবন্ধু হত্যাকারী যারা এখনো পলাতক রয়েছে, সেই আসামীদের অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সহ তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারীদের বিচারের দাবীতে হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা মুুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরছে।

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে হৃদয়ে ৭১ ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।হৃদয়ে ৭১ ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর চেয়ারম্যান ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইব্রাহীম আহমদ জেসির সভাপতিত্বে ও পালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজিব চন্দ্র দাশ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা তায়েফ আহমদ এবং জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফরহাদ আহমদের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান ও জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ পরিবার এর সন্তান বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজ সেবক আব্দুল কাইয়ুম মসাহিদ, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-অর্থ বিষয়ক সম্পাদক ও হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের উপদেষ্টা রেজাউল হক রাসেল, ছাতক সমিতি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক রাজনীতিবীদ ও সমাজসেবক আফজাল হোসেন, হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের উপদেষ্টা, রাজনীতিবীদ ও সমাজসেবক, শিক্ষানুরাগী কামাল উদ্দীন।

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ বেলাল আহমদ, মহানগর যুবলীগ নেতা নাজমুল ইসলাম চৌধুরী, জেলা যুবলীগ নেতা ফৈরদৌস আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মারুফ আহমদ, হৃদয়ে ৭১ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমদাদুল হক ফাহিম, মদন মোহন কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ও সিলেট মহানগর হৃদয়ে ৭১ এর আহবায়ক হিফজুর রহমান, সিলেট জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম ফাবী, মহানগর ছাত্রলীগ নেতা রুহুল আমিন, রাজিব আসলাম, হৃদয়ে ৭১ সিলেট মহানগর শাখার যুগ্ম আহবায়ক, মেহেরাজ সিয়াম, ওসমানী নগর উপজেলা শাখা হৃদয়ে ৭১ এর যুগ্ম আহবায়ক, সুযেব জায়গীরদার, দক্ষিণ সুরমা উপজেলা হৃদয়ে ৭১ এর যুগ্ম আহবায়ক, শাকিল আহমদ, সাফওয়ানুর রহমান রাহাত, আইনুল আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা পাপ্পু দাশ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আবদুল বারী।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/রাত ৯:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit