আন্তর্জাতিক ডেস্ক : ইংল্যান্ডে বেতন এবং কর্মপরিবেশ নিয়ে অসন্তুষ্টির কারণে আবারো কর্মবিরতি পালন করছে ডাক্তাররা। সেন্ট্রাল লন্ডনে শুক্রবার(১১ আগস্ট) শুরু হওয়া জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি চলবে ৪ দিন।
এর আগে প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছিলেন জুনিয়র ডাক্তারদের যে বেতন সরকারের প্রস্তাব করেছে সেটাই চূড়ান্ত।
সরকারের জুনিয়র ডাক্তারদের বর্তমান বেতন অনুপাতে ৮.১ শতাংশ থেকে ১০.৩ শতাংশ পর্যন্ত বেতন বড়ানো প্রস্তাব করেছে ৷
যদিও বিএমএ এতে দ্বিমত করে বলছে, ইউনিয়নের সাথে আলোচনা না করে সুনাক একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারে না ।
অ্যাসোসিয়েশনের মূল দাবি হল তাদের বেতন ২০০৮ সালের অবস্থায় ফিরিয়ে নিতে হবে যা করতে জুনিয়র ডাক্তারদের বেতন ৩৫ শতাংশ বাড়াতে হবে।
গত মাসে দেশটিতে সিনিয়র ডাক্তাররা একই কারণে ৪৮ ঘন্টা কর্মবিরতি পালন করেছিল, যা ছিল ২০১২ সালের পর ডাক্তারদের প্রথম বড় কোনো আন্দোলন।
কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৩,/রাত ১১:১২