বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ‘আলেম উলামারাও বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে লালন করেন। তাঁর মেয়ের কাছে একটা নাস্তিকের বিচার আমরা দাবি করতেই পারি। আপনি ২০ বছর ৪০ বছর আগের যুদ্ধাপরাধীদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছেন। যে সকল নাস্তিক-ব্লগার দেশ থেকে পালিয়ে গেছে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দিন। আশা করি আপনি সেই দাবি পূরণ করবেন।’মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) সম্পর্কে কটুক্তি এবং অবমাননার প্রতিবাদে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানববন্ধন চলাকালে বক্তারা এ কথা বলেন। উলামায়ে কেরাম, ইমাম পরিষদ ও সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে উপজেলার পৌর এলাকার সড়ক বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও আলেম ওলামাসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেয়।
মানববন্ধন থেকে সম্প্রতি মহানবী (স.) সম্পর্কে কটুক্তিকারী ব্লগার আসাদ নূরকে গ্রেফতার ও ফাঁসির দাবি করা হয়। এ সময় সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদ করা হয়। মাওলানা আসাদ আল হাবিবের সভাপতিত্বে ও হাজি মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মুফতি আসাদুজ্জামান, মাওলানা উবায়দুল্লাহ, মাও. কাজী মাঈন উদ্দিন, আলহাজ মো. মোসলেহ উদ্দিন, মাও. হাবিবুল্লাহ, মাও. হেলাল উদ্দিন, মাও. মাহমুদুল হাসান, মাও. মো. শফিকুল ইসলাম, মাও. আবু আব্দুল্লাহ, মাও. রাসেল মোল্লা, হাজী সালাউদ্দিন খোকন, হাজী শেখ ইকরাম প্রমুখ।বক্তারা বলেন, ‘সারাদেশের আলেম উলামা থুথু দিলে ব্লগার আসাদ নূরের গোসল হয়ে যাওয়ার কথা। ইসলাম শান্তিতে বিশ্বাস করে বলে আমরা নিজের হাতে আইন তুলে নিতে পারি না।