এম,এ, রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সাপে কেটে মারিয়া খাতুন (৪) নামে শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারিয়া বেড়গোবিন্দপুর গ্রামের দুলাল হোসেনের মেয়ে। মারিয়ার পিতা দুলাল হোসেন চৌগাছা হাসপতালে সাংবাদিকদের জানান, এদিন বিকেলে মারিয়া তার খেলনা নিয়ে রান্না ঘরের পাশে খেলছিল। এ সময় সে হঠাৎ তার মায়ের কাছে এসে বলে আমার লেগেছে খুব যন্ত্রনা করছে।
তার মা তাকে কোলে নিয়ে ক্ষতস্থানে হাত বুলিয়ে দিয়ে বলে যাও লেখা করো ঠিক হয়ে যেবেনে। পরে মেয়ের মুখ দিয়ে গেজলা উঠা শুরু করে। স্থাণীয়দের সহযোগীতায় তাকে চৌগাছা আগে সরকারি মডেল হাসপাতালে নিয়ে আসি। এখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন। চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ।
কিউএনবি/আয়শা/৯ অগাস্ট ২০২৩,/রাত ১১:১২