আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ অনেকটা কমলেও নতুন একটি ধরন উদ্বেগ ছড়াচ্ছে যুক্তরাজ্যে। ‘এরিস’ নামে এই ধরন দ্রুত ছড়াচ্ছে এই দেশটিতে।
করোনার নতুন এই ধরন দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের মধ্যে শঙ্কা সৃষ্টি করছে বলে জানিয়েছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ)। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, করোনাভাইরাসের ইজি.৫.১ ভ্যারিয়েন্টটি এরিস নামে পরিচিত এবং এটি করোনার আরেক রূপ ওমিক্রন থেকে এসেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, করোনার নতুন ধরন এরিসের পাঁচটি সাধারণ উপসর্গ রয়েছে। সেগুলো হচ্ছে- নাক দিয়ে পানি পড়া, মাথাব্যথা, ক্লান্তি, হাঁচি এবং গলা ব্যথা। এটি দ্রুত ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে এবং সাম্প্রতিককালে করোনার সংক্রমণ বৃদ্ধি এবং হাসপাতালে ভর্তির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
গত মাসে যুক্তরাজ্যে করোনার এই ধরনটি প্রথম শনাক্ত হয়।
কিউএনবি/অনিমা/৭ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:১৫