স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে নিখোঁজের চারদিন পর গতকল রোববার দুপুরে হায়দারনগর গ্রামের পিতার মেটে আলুর ক্ষেত থেকে রংমিস্ত্রী জাহাঙ্গীর হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে নিহতের পরিবারের দাবি অপহরনের পর শ্বাসরোধে জাহাঙ্গীরকে হত্যা করা হতে পারে। নিহত জাহাঙ্গীর হোসেন(২৮) উপজেলার হরিহরনগর ইউনিয়নের রুপোসপুর গ্রামের আয়েব আলীর ছেলে। সে পেশায় একজন রংমিস্ত্রী ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য আবদুল হাকিম জানান, দুই কন্যা সন্তানের জনক রংমিস্ত্রী জাহাঙ্গীর হোসেন গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে হায়দারনগর মোড়ে যাবার উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য স্থানে খোজাখুজি করেও কোন সন্ধান না পেয়ে শুক্রবার মনিরামপুর থানায় একটি জিডি করেন পিতা নায়েব আলী। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে জাহাঙ্গীরের পিতা নায়েব আলী হায়দারনগর গ্রামের মাঠে যান নিজের আলু ক্ষেত দেখতে। এসময় সেখান থেকে প্রচন্ড দূর্গন্ধ পেয়ে আলু ক্ষেতের ভেতরে গিয়ে নিজের ছেলের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন নায়েব আলী।
বিকেলের দিকে পুলিশ গিয়ে সেখান থেকে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। খবর পেয়ে মনিরামপুর থানার অফিসার ইনাচর্জ(ওসি) শেখ মনিরুজ্জামান ও ওসি(তদন্ত) গাজী মাহাবুবুর রহমান ঘটনাস্থল পারিদর্শন করেন। তবে নিহতের পিতাসহ পরিবারবর্গের দাবি অপহরনের পর জাহাঙ্গীরকে শাসরোধে হত্যা করা হতে পারে। তবে ওসি শেখ মনিরুজ্জামান জানান, ময়না তদন্তের রিপোর্ট হাতে পাবার পর জাহাঙ্গীরের মৃত্যু রহস্য জানাযাবে।
কিউএনবি/আয়শা/৬ অগাস্ট ২০২৩,/রাত ৯:৫৩