আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রেলওয়ে কর্মীরা সোভিয়েত জনগণের পাশে দাঁড়িয়েছিল। গোলাগুলি এবং বোমা বর্ষণ সত্ত্বেও তারা যুদ্ধক্ষেত্রে এবং সেনাবাহিনীকে সহায়তা করার জন্য ট্রেন চালিয়েছে। আজ রবিবার (আগস্ট ০৬) রাশিয়ায় রেলওয়ে শ্রমিক দিবস উপলক্ষে দেওয়ায় এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
পুতিন দিনটিতে রেলওয়ে কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানান। এছাড়াও রাশিয়ার গুরুত্বপূর্ণ কৌশলগত শিল্পের উন্নয়নে তাদের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমি সমস্ত রেলকর্মী এবং প্রবীণদের এই দিবসটির শুভেচ্ছা জানাতে চাই। ট্রেন চালক, কন্ডাক্টর, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কর্মী, প্রকৌশলী এবং ট্র্যাফিক অপারেটরসহ সবাই দক্ষতার সঙ্গে এই অপরিহার্য খাতের উন্নয়নে অবদান রাখছেন।
তিনি এ সময় রেলওয়ে অবকাঠামোর ব্যাপক উন্নয়ন নিয়ে দিকনির্দেশনা দেন। বলেন, রাশিয়া প্রযুক্তিগত স্বাধীনতা জোরদার করতে আরও একটি পদক্ষেপ নিয়েছে। আমরা অত্যাধুনিক উচ্চ গতির লোকোমোটিভ এবং ট্রেন তৈরি করছি। এছাড়া ডিজিটাল সেবা চালু করা এবং অত্যাধুনিক প্রযুক্তি ও লজিস্টিক সলিউশন পুতিনের অগ্রাধিকারের মধ্যে রয়েছে বলে ভিডিও বার্তায় উল্লেখ করা হয়।
কিউএনবি/আয়শা/৬ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:১২