স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপ সূচি নিয়ে আবারও পরিবর্তনের অনুরোধ। এবার অনুরোধটি এসেছে কলকাতা পুলিশের তরফ থেকে। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর ইংল্যান্ড-পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু সেদিনই আবার ভারতের অন্যতম ধর্মীয় উৎসব কালীপূজা। সেই ম্যাচ আয়োজনে নিরাপত্তার সমস্যা হতে পারে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে।
যদিও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) প্রধান স্নেহাশিস গাঙ্গুলি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে জানান, এখনও পুলিশের থেকে সরকারি ভাবে তাঁদের কিছু জানানো হয়নি। তিনি বলেন, ‘পুলিশের তরফ থেকে সরকারি ভাবে আমরা এখনও কোনও কিছু পাইনি। যদি পুলিশের তরফে কোনও কিছু আমাদের জানানো হয়, তাহলেই আমরা আইসিসি-কে বলব। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। সেটা নিয়ে আমরা কিছু বলতে পারব না। ’
বিশ্বকাপ শুরু হতে বাকি ঠিক দুই মাস। তার আগে শনিবার ইডেন গার্ডেন্স পরিদর্শন করে গেল আইসিসির প্রতিনিধিদল। কলকাতার এই ক্রিকেট স্টেডিয়াম দেখে খুশি আইসিসির কর্তারা। কিছু কিছু বিষয় নিয়ে এখনও সমস্যা রয়েছে। তবে সিএবি সভাপতি স্নেহাশিসের আশ্বাস, নির্দিষ্ট সময়ের আগেই তাঁরা সব কাজ মিটিয়ে ফেলতে পারবেন। স্নেহাশিস জানিয়েছেন, ইডেনে নতুন স্কোরবোর্ড বসছে। ঢেলে সাজানো হচ্ছে শৌচাগার এবং কর্পোরেট বক্স।
ইতিমধ্যেই বিশ্বকাপের কিছু ম্যাচের দিন পরিবর্তন হওয়ার কথা রয়েছে। ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে। কিন্তু সেই দিন নবরাত্রি উৎসবও রয়েছে। গুজরাটে সেই উৎসব বড় করে পালন করা হয়। সেই কারণে আহমেদাবাদে ১৫ অক্টোবরের বদলে ম্যাচটি ১৪ অক্টোবর হতে পারে। কিন্তু প্রকাশিত সূচি অনুযায়ী পাকিস্তানের ১২ অক্টোবর হায়দরাবাদে একটি ম্যাচ রয়েছে।
ফলে একদিন পরেই ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি নয় পাকিস্তান। সেই কারণে ১২ অক্টোবরের ম্যাচটি হতে পারে ১০ অক্টোবর। একটি ম্যাচের দিন পরিবর্তন করতে গিয়ে অন্য ম্যাচের দিকেও নজর রাখতে হচ্ছে। কালীপূজার কারণে ইডেনে ম্যাচের দিন তাই পরিবর্তন হবে কি না সেই দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
কিউএনবি/আয়শা/৬ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:০৫