আন্তর্জাতিক ডেস্ক : অতিবৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির মধ্যেই এবার শক্তিশালী ভূমিকম্পের কবলে পূর্ব এশিয়ার দেশ চীন। দেশটির পূর্বাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে ভেঙে পড়েছে শ’খানেক বাড়িঘর এবং আহত হয়েছেন অন্তত ২১ জন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির বরাতে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। স্থানীয় সময় রবিবার ভোরের দিকে শানডং প্রদেশের পিংইয়ুয়ান কাউন্টিতে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানায় চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার। ভূ-পৃষ্টের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
প্রতিবেদনে বলা হয়, এক দশকের মধ্যে শানডং প্রদেশে আঘাত হানার এটাই সবচেয়ে বড় ভূমিকম্প। কম্পনের ফলে ১২৬টি বাড়ি ধসে পড়েছে বলে জানায় সিসিটিভি। তবে ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়েছেন কিনা, তা জানা যায়নি। ভূমিকম্প কবলিত অঞ্চলের বেশ কয়েকটি ট্রেন পরিষেবা বিলম্বিত বা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি।
কিউএনবি/আয়শা/৬ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:০০