স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ক্রিকেট দোরগোড়ায়। সবকিছু ঠিক থাকলে ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল পরস্পরের মুখোমুখি হবে। যদিও পাকিস্তান ভারতে গিয়ে বৈশ্বিক এ টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে আপত্তি জানিয়ে আসছে।
শনিবার তিনি বলেন, ‘আমাদের তিনজন সেনাকে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা নির্মমভাবে হত্যা করেছে। আর তাদের (পাকিস্তান) সঙ্গেই বিশ্বকাপের ম্যাচ খেলতে চলেছে ভারত।’
‘একদিকে পাকিস্তানের সন্ত্রাসীরা আমাদের সেনাদের হত্যা করছে, অন্যদিকে আমরা আহমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলার পরিকল্পনা করছি। আর এই বিষয় নিয়ে কোনো হইচই নেই কেন? কারণ নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী, বিজেপির সরকার ক্ষমতায় আছে’—যোগ করেন ওয়াইসি।
এআইএমআইএমপ্রধান একটি মিডিয়া রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বলেন, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের মে পর্যন্ত কাশ্মীরে ২৫১টি সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে। বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক নিহত হয়েছে— এসব কি হচ্ছে?’
ওয়াইসি ভারতের সংবাদ সংস্থা এএনআইকে বলেন, এর আগেও ২০২১ সালে আমাদের পাঁচজন সেনা শহিদ হয়েছিলেন এবং আমরা আবার পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে গিয়েছিলাম। অথচ ২০১৯ সালের ৫ আগস্ট কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারার যে বিধানগুলো ছিল, তা বাতিল করেছিল এবং রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু-কাশ্মীর এবং লাদাখে বিভক্ত করেছিল।’
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে রয়েছে সংশয়। ১৫ অক্টোবর আহমেদাবাদে হওয়ার কথা ছিল হাইভোল্টেজ এই ম্যাচ। কিন্তু সেদিন থেকে শুরু হচ্ছে নবরাত্রি। পরিবর্তিত পরিস্থিতিতে মনে করা হচ্ছে যে, একদিন এগিয়ে যেতে পারে ভারত-পাক ম্যাচ। সে ক্ষেত্রে আগামী ১৪ অক্টোবর আয়োজন করা হতে পারে সেই ম্যাচ।
কিউএনবি/আয়শা/৬ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৪৮