আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে দূরপাল্লার একটি যাত্রীবাহী ট্রেন উল্টে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় আরও ৪০ জন আহত হয়েছে। রবিবার করাচী থেকে রাওয়ালপিন্ডিগামী ট্রেনটি নওয়াবশাহ স্টেশনের কাছে দুর্ঘটনার শিকার ট্রেনটি। খবর ডনের।
দুর্ঘটনাগ্রস্ত এক্সপ্রেস ট্রেনটির নাম হাজারা এক্সপ্রেস। দুর্ঘটনায় ট্রেনটির অন্তত পাঁচটি কামরা উল্টে গেছে বলে জানিয়েছে ডন। দেশটির কিছু সংবাদমাধ্যমে অবশ্য ৮টি কামরা উল্টেছে বলে দাবি করছে। তবে সরকারি ভাবে এখনো এই সংখ্যা নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
রবিবার দুপুর সাড়ে ৩টা পর্যন্ত হতাহতের সংখ্যা নিয়েও কিছু জানায়নি দেশটির কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ডন। তারা জানিয়েছে হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। এদিকে, দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে উদ্ধারকারী দল। পাকিস্তানের কেন্দ্রীয় রেল ও বিমান পরিবহন মন্ত্রী খোয়াজা সাদ রফিক জানিয়েছেন, ইতিমধ্যেই দুর্ঘটনার ব্যপারে জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পাকিস্তানের রেলের সচিব ঘটনাস্থলে উপস্থিতও রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
কিউএনবি/আয়শা/৬ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৪৬