লাইফ ষ্টাইল ডেস্ক : সুস্থ থাকতে প্রত্যেকেরই দৈনিক ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। এটি আমাদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে। পর্যাপ্ত ঘুমের পর সকালে ঘুম থেকে উঠলে সারাদিন ভালো কাটে। তাজা মেজাজে এবং সম্পূর্ণরূপে উদ্যমী এবং সক্রিয় হয়ে কাজ করতে পারেন।
প্রতিনিয়ত কম ঘুমালে নানা শারীরিক সমস্যা হতে পারে এটা অনেকেরই জানা। তবে আপনি জানেন কি খুব বেশি ঘুমানো অর্থাৎ ৯ ঘণ্টার বেশি ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? হ্যা! খুব বেশি ঘুম স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যার জন্ম দেয়।
স্লিপ ফাউন্ডেশনের মতে, একজন ব্যক্তি যদি ২৪ ঘণ্টার মধ্যে ৯ ঘণ্টার বেশি ঘুমায়, তাকে বলা হয় ওভার স্লিপিং। কখনও কখনও চরম ক্লান্তি, সপ্তাহজুড়ে চাপের কাজ বা সপ্তাহান্তে দীর্ঘ কাজের পরে ৯ ঘণ্টার বেশি ঘুম স্বাভাবিক, তবে এটি যদি প্রতিদিন হয় তবে এটি উদ্বেগের বিষয়।
কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২৩,/সকাল ৯:৩০