আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উত্তাল আটলান্টিক মহাসাগরে বিশাল মালবাহী জাহাজের রাডারে বসে পাড়ি দিয়েছেন পাঁচ হাজার ছয়শ’ কিলোমিটার পথ। ১৪ দিন পর ভিটোরিয়ার দক্ষিণ পূর্ব বন্দরে ব্রাজিলের ফেডারেল পুলিশ তাদের উদ্ধার করে। এসময় সমুদ্রপথে রাডারে ১৪ দিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান তারা।
এটি আমার জন্য একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা। এটা সহজ ছিল না। আমি আতঙ্কে কাঁপছিলাম। তারপরও আমি এখানে।নাইজেরিয়ান এ চার নাগরিক জানান, জাহাজের নিচে হালের ওপরের খুপড়িতে চড়ে ইউরোপে পৌঁছানোর আশা করলেও, ব্রাজিলে পৌঁছে হতভম্ব হয়ে গেছেন তারা। অর্থনৈতিক দুরবস্থা, রাজনৈতিক অস্থিরতা ও অপরাধের কারণে তারা নিরূপায় হয়ে নাইজেরিয়া ছেড়েছেন বলেও জানান। উন্নত জীবনের আশায় ভয়ঙ্কর এ পথ বেছে নেন তারা। এই চারজনের মধ্যে দুজনকে তাদের অনুরোধের ভিত্তিতে নাইজেরিয়ায় পাঠিয়ে দেয়া হয়েছে। অপর দুজন নাইজেরিয়ার বাইয়েলসা রাজ্য থেকে আসা রোমান এবিমেনে ফ্রাইডে (৩৫) ও লাগোস রাজ্যের ইয়ে ব্রাজিলে আশ্রয়ের জন্য আবেদন করেছেন।
কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৩,/রাত ৯:৫৪