আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ধাত্রী নামের এক নারী চিতার মৃত্যু হয়েছে। এ নিয়ে চিতার মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়ে। প্রধান বন সংরক্ষক অসীম শ্রীবাস্তব বলেন, বুধবার সকালে ধাত্রী নামের একটি নারী চিতাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত চলছে।
গত সেপ্টেম্বরে প্রজেক্ট চিতার অধীনে নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে ২০টি চিতা আনা হয়। কুনো জাতীয় উদ্যানে স্থানান্তরের পর তাদের মধ্যে ছয়টি চিতা বিভিন্ন কারণে মারা গেছে।
কুনো জাতীয় উদ্যানের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের কাছে থাকা বাকি ১৪টি চিতা সুস্থ রয়েছে। কুনো এবং নামিবিয়ার বিশেষজ্ঞদের বন্যপ্রাণী চিকিৎসক দল নিয়মিত চিতাদের স্বাস্থ্য পরীক্ষা করছে।
এদিকে প্রজেক্ট চিতা নিয়ে উচ্চ আদালতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক চিতা বিশেষজ্ঞদের একটি দল। সুপ্রিম কোর্টে চিঠি দিয়ে তারা বলেছেন, প্রোজেক্ট চিতা নিয়ে তাদের অন্ধকারে রাখা হয়েছিল। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এবং সঠিক ও সময়মতো চিকিৎসা সুবিধা দিলে চিতার মৃত্যু রোধ করা যেত।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৩,/রাত ১১:৪১