স্পোর্টস ডেস্ক : র্যাংকিংয়ের শীর্ষ দশের একটি নেদাল্যান্ডস। ভিয়েতনামও খুব একটা পিছিয়ে নেই। কিন্তু সেটা মাঠে বোঝা গেল না। এশিয়ার দেশটিকে রীতিমতো গুড়িয়ে দিয়েছে ইউরোপিয়ানরা। পাত্তাই পেল না সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের দেশটি। তাদেরকে ৭-০ গোলে হারিয়ে ই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নারী ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে তারা। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। অন্যদিকে পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করে ৫ পয়েন্ট নিয়ে রানার্স-আপ দল হিসেবে একই গ্রুপ থেকে নকআউটে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র।
আগের দুটি ম্যাচে একটি করে গোল করেছিল নেদারল্যান্ডস। গোলপার্থক্য বড় ধরনের প্রভাব ফেলবে জানতো তারা। তাই শুরু থেকে গোলের জন্য মরিয়া ছিল ডাচরা। ২৫ মিনিটের মধ্যে ৪-০ তে এগিয়ে যায় দল। অষ্টম মিনিটে লিয়েকে মার্টিন্স গোলকিপারের মাথার ওপর দিয়ে বল তুলে দেন। মাপা শটে জালে ঢোকে বল। ডি বক্সের সামনে থেকে প্রতিপক্ষের পাসে ১১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাতিয়া স্নোইজা। ১৮ মিনিটে বক্সের বাইরে থেকে চোখ ধাঁধানো বাঁকানো শটে ৩-০ করেন এসমে ব্রুগস। মাপা ক্রসে বল পেয়ে ২৩ মিনিটে চতুর্থ গোল করেন জিল রুর্ড।
বিরতিতে যাওয়ার আগে স্কোর ৫-০ করে ডাচরা। ড্যানিয়েল ফন ডি ডঙ্ক গোলকিপারের ফিরিয়ে দেওয়া বল জালে জড়ান। ৫৭তম মিনিটে এসমে নিজের দ্বিতীয় গোল করেন, ঠিক প্রথম গোলেরই রিপ্লে যেন ছিল। খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে রুর্ড ভিয়েতনামের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। সতীর্থের হেড পাস থেকে হেডে লক্ষ্যভেদ করেন তিনি।
কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:০০